চাঁদপুরের মতলব উপজেলায় খড়ের গাদা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে মতলব থানার আবুল কাশেম মার্কেট এলাকার ধানীজমির বর্গাচাষী মোসলেম মিয়া ৯৯৯ নম্বরে ফোন করে জানান—তিনি ধান কাটছিলেন এবং আগের কাটা খড় রোদে শুকাতে উল্টে-পাল্টে দিতে গিয়ে গাদার ভেতর টাকা ও স্বর্ণালঙ্কার দেখতে পান। এসব মূল্যবান মালামালের প্রকৃত মালিক শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় বুঝিয়ে দিতে তিনি প্রশাসনিক সহায়তা চান।
তার ফোন কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশচন্দ্র এবং উদ্ধার তদারকি ও সমন্বয় করেন ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। খবর পেয়ে মতলব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে।
পুলিশের হিসাব মতে, উদ্ধারকৃত টাকা গণনায় ২ লাখ ৩৯ হাজার ২ শত টাকা পাওয়া যায়। স্থানীয় একজন স্বর্ণকার পরীক্ষা করে জানান, স্বর্ণালঙ্কারগুলো ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।
উদ্ধারের পর টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ তালিকা করে আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, প্রকৃত মালিকের সন্ধান মিললে আইনি প্রক্রিয়ায় মালিককে ফেরত দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।