দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে কন্টেইনার ও জাহাজ চলাচলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই সময়ে বন্দরে ২৮টি কন্টেইনার জাহাজসহ মোট ৪৪০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৭ হাজার ৩৮৭ টিইইউএস, যা মোংলা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) সূত্র জানায়, গত ছয় মাসে ১৫টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ২৪৪টি আমদানি করা গাড়ি বন্দরে এসেছে। একই সময়ে বন্দরের মাধ্যমে ৬৩ লাখ ২৭ হাজার ৮৭০ টন পণ্য আমদানি এবং ৪২ হাজার ৬৭১ টন পণ্য রপ্তানি হয়েছে।
এমপিএর উপ-সচিব মো. মাকরুজ্জামান জানান, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরে মোংলা বন্দর দিয়ে ১ কোটি ৩ লাখ ২৪ হাজার ৬১১ টন আমদানিকৃত পণ্য এবং ৮৭ হাজার ৮০০ টন রপ্তানিকৃত পণ্য পরিবহন হয়েছে। এ সময় ১১ হাজার ৫৭৯টি রিকন্ডিশনড গাড়ি আমদানি করা হয়।
তিনি বলেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ৬৩ দশমিক ৭০ লাখ টনের বেশি পণ্য পরিবহন হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে মোট পণ্য পরিবহন হয়েছিল প্রায় ১ কোটি ৪ লাখ টন।
মাকরুজ্জামান আরও জানান, জাহাজ আগমন বাড়াতে বন্দরে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারছে এবং নাব্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বিশেষ করে মোংলা-ঘাসিয়াখালীসহ কয়েকটি নৌপথে সফল ড্রেজিং কার্যক্রম এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে।
২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষ ১০ দশমিক ৪১ মিলিয়ন টন পণ্য পরিচালনার মাধ্যমে ৩৪৩ দশমিক ৩৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা নতুন রেকর্ড। একই সময়ে নিট মুনাফা হয়েছে ৬২ দশমিক ১ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিন গুণ বেশি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সার, ক্লিঙ্কার, সিমেন্টের কাঁচামাল, এলপিজি, কয়লা, তেল, যন্ত্রপাতি ও যানবাহনসহ দেশের প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। পাশাপাশি চিংড়ি, সাদা মাছ, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কাঁকড়া ও অন্যান্য পণ্য রপ্তানিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময়ে বন্দর পরিদর্শন করে কার্যক্রম উন্নয়নের নির্দেশনা দিয়েছেন।
বন্দর সূত্র জানায়, শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত বৈঠক এবং একটি স্থায়ী ব্যবসা উন্নয়ন কমিটির কার্যক্রমের ফলে মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো ভলিউম ও জাহাজ আগমনে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের মতে, এই বন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে।