‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাথে  অপো এ৬ প্রো’র যুগলবন্দী

 

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্ট-এর সাথে বিশেষ অংশীদারিত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপোর নতুন স্মার্টফোন অপো এ৬ প্রো

এই সহযোগিতার অংশ হিসেবে ব্যাচেলর পয়েন্ট–এর বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় বাচেলর ট্রিপ’ স্পেশাল এপিসোডে আরও আনন্দ, হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্তের সঙ্গী হবে অপো এ৬ প্রো। অপো জানায়, প্রযুক্তি ও বিনোদনকে একসাথে আনার এই উদ্যোগ তরুণদের লাইফস্টাইলের সাথে দারুণভাবে মানানসই।

অপো এ৬ প্রোতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোডের মাধ্যমে ব্যবহারকারীরা পানির নিচে ভিডিও ধারণ করতে পারবেন। ডিভাইসটিতে যুক্ত হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা দীর্ঘ সময় ব্যবহারে ফোন ঠান্ডা রাখে।

ভ্রমণ ও বিনোদনের জন্য উপযোগী করে তৈরি এ স্মার্টফোনে রয়েছে বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন, কালারওএস ১৫ অপারেটিং সিস্টেম, ফ্ল্যাগশিপ-লেভেলের এআই ইমেজিং, এআই এডিটর ২.০ ও এআই লিঙ্কবুস্ট ৩.০ প্রযুক্তি। পাশাপাশি মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ফোনটিকে আরও টেকসই করেছে। ৩০০% আলট্রা ভলিউম মোড যেকোনো আড্ডা বা ভ্রমণকে করে তুলবে আরও প্রাণবন্ত।

গ্রাহকদের জন্য অপো আকর্ষণীয় প্রি-অর্ডার অফার চালু করেছে। আগাম অর্ডারে থাকছে একটি ট্রেন্ডি ব্যাকপ্যাক, দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ফ্লিপারের মাধ্যমে এক্সচেঞ্জে ২,০০০ টাকা ছাড়, এবং কার্ডলেস ইজি ইএমআই ও ০% সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সুবিধা।

পরবর্তী বিক্রয়-পরিষেবায় থাকছে ফ্রি শিপিং সহ সেন্ড-ইন-রিপেয়ার, ১ ঘণ্টার ফ্ল্যাশ ফিক্স, ফ্রি স্ক্রিন প্রোটেক্টর, ফ্রি সিস্টেম আপগ্রেড ও সার্ভিস সেন্টারে ফ্রি বেভারেজসহ নানা সুবিধা।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন,
“অপো সবসময় উদ্ভাবন ও লাইফস্টাইলের মাধ্যমে তরুণদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করায় গুরুত্ব দিয়েছে। ব্যাচেলর পয়েন্ট-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণদের প্রাণবন্ত ও অ্যাডভেঞ্চারপ্রেমী জীবনধারার সাথে অপো এ৬ প্রোকে যুক্ত করতে পেরেছি।”

রোজউড রেড ও স্টেলার ব্লু—এই দুই রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) বাজারে এসেছে মাত্র ৩৪,৯৯০ টাকায়। দেশের সব অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত আউটলেট ও অনলাইন শপ থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে এই ডিভাইস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *