টানা দ্বিতীয়বার ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার পেল স্যামসাং

 

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার অর্জন করেছে স্যামসাং টিভি। টেলিভিশন তৈরিতে ধারাবাহিক উৎকর্ষ ও সৃষ্টিশীল প্রযুক্তির স্বীকৃতি হিসেবে ব্র্যান্ডটিকে এ পুরস্কার দেওয়া হয়। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গালা ইভেন্টে আনুষ্ঠানিকভাবে স্যামসাংকে এ সম্মাননা প্রদান করা হয়।

গ্রাহকদের কাছে স্যামসাং টিভির জনপ্রিয়তার পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, সিনেমা-গ্রেড ডিসপ্লে, নিখুঁত রঙ ও নতুন ভিশন এআই প্রযুক্তির সমন্বয়। টানা ১৯ বছর বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান ধরে রাখা ব্র্যান্ডটি বাংলাদেশেও ভোক্তাদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

২০২৩ সালে প্রথমবারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার লাভ করে স্যামসাং। এবার টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি অর্জন তাদের সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাইলফলক যুক্ত করল।

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “পরপর দুইবার সুপারব্র্যান্ডসের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য বিশেষ গর্বের। এটি বাজারে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং ক্রেতা ও সরবরাহকারীদের আশ্বস্ত করেছে যে তারা সেরা ব্র্যান্ডই বেছে নিচ্ছেন।”

ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ১৯৯৪ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে বিশ্বের ৯০টি দেশে কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিলের কঠোর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।

গালা ইভেন্টে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়। এতে প্রতিটি নির্বাচিত ব্র্যান্ডের সাফল্যের গল্প স্থান পেয়েছে, যা বিজ্ঞাপন, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মিডিয়া সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *