বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৬ রোববার (৪ঠা জানুয়ারী) থেকে শুরু হয়েছে। রাজধানীতে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে এই প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে।
খেলা শুরুর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, এডহক কমিটির সদস্য আমিনুল ইসলাম ও মোঃ আরিফুজ্জান আরিফ এবং আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ।
এবারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মনন রেজা নীড়, মোঃ মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ ফিদে মাস্টার পর্যায়ের একাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে ১৭৭ জন দাবাড়ু এই ইভেন্টে অংশগ্রহণ করছেন।
আজ প্রথম রাউন্ডের খেলা শেষে ৮৩ জন খেলোয়াড় নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফয়সাল ইউসুফকে, মনন রেজা নীড় আরহাম ওমরকে, মোঃ মিনহাজ উদ্দিন মোঃ আব্দুর রউফকে এবং আবু সুফিয়ান শাকিল গোলাম সরোয়ারকে পরাজিত করেন।
এছাড়া ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, তাহসিন তাজওয়ার জিয়া, সুব্রত বিশ্বাস, মোহাম্মদ জাভেদ, নাইম হক, সৈয়দ মাহফুজুর রহমান ও মোঃ শরীফ হোসেন নিজ নিজ খেলায় জয় লাভ করেন। অন্যদিকে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম শামসুল কবীর চৌধুরীর কাছে পরাজিত হন।
নয় দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে মোট দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার বিতরণ করা হবে।