নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে কোনও আলোচনা করবে না বাংলাদেশ। সব আলোচনা হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গেই।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) আমিনুল ইসলাম বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা বোর্ড পরিচালকদের সঙ্গে দু’দফা বৈঠক করেছি। বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য নিরাপদ নয়। সে কারণেই আইসিসি-কে লিখিতভাবে আমাদের অবস্থান জানিয়েছি।”
তিনি জানান, নিরাপত্তাই এখন বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। “চিঠিতে আমরা আইসিসি-কে অনুরোধ করেছি যেন তারা দ্রুত আমাদের সঙ্গে বৈঠকে বসে। সামনাসামনি আমাদের উদ্বেগ ও সমস্যাগুলো তুলে ধরতে চাই,” বলেন আমিনুল।
বিসিবি সভাপতির মতে, আয়োজক দেশ হিসেবে ভারতের ভূমিকা সীমিত। তাই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছেন না তিনি। তাঁর ভাষায়, “বিশ্বকাপ আইসিসির প্রতিযোগিতা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের। আইসিসি কী উত্তর দেয়, তার উপরই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তবে আমরা যে দাবি জানিয়েছি, তা নিয়মের মধ্যেই পড়ে।”
এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে পড়বে কি না—এ প্রশ্নে এখনই মন্তব্য করতে চান না আমিনুল। তিনি বলেন, “বিশ্বকাপ বা দ্বিপাক্ষিক সিরিজ এক বিষয়, আর দলের নিরাপত্তা আরেক বিষয়। এই মুহূর্তে আমরা কেবল বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই ভাবছি।”
এদিকে, কলকাতার আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, “আইপিএল ভারতের ঘরোয়া প্রতিযোগিতা। সেটি সম্প্রচার হবে কি না, সে সিদ্ধান্ত সরকারের। যেহেতু তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, তাই আমাদের কিছু বলার নেই। তবে সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি।”