বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে এবং এসআই মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় গ্রেফতার হওয়া তারিকুল ইসলামের নিজ বাড়িতে।
অভিযানের সময় তার বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বানারীপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেফতার হওয়া তারিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।