সুষ্ঠু নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিত হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের আপিল শুনানিতে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভোটের মাঠ অত্যন্ত অনিশ্চিত। যদি সুষ্ঠু ভোট হয় ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমরা ৪০ থেকে ৭০টি আসন পেতে পারি বলে মনে করি।’ তার দাবি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের স্বস্তির পরিবেশ গুরুত্বপূর্ণ।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এবার টেকনিক্যাল কারণে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল উদার মানসিকতা নিয়ে যাচাই করে অনেক ক্ষেত্রে আপিল গ্রহণ করছেন।’ তবে রিটার্নিং কর্মকর্তারা কেন একইভাবে বিবেচনা করলেন না—এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেননি।’
নির্বাচনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বাড়ানোর প্রয়োজন উল্লেখ করে তিনি সতর্ক করেন, ‘ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা না নিলে আমরা ফলহীন ও মানহীন নির্বাচনের দিকে যেতে পারি। সে ক্ষেত্রে ভবিষ্যৎ সরকারও ম্যান্ডেট সংকটে পড়বে।’ তার মতে, নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন যাতে সব দল ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে।
জাতীয় পার্টি ভাঙনের প্রসঙ্গে তিনি দাবি করেন যে দলটির ‘মূল অংশ’ চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে এবং দলীয় প্রতীক লাঙ্গলও তার নিয়ন্ত্রণে। তিনি বলেন, সকল প্রতিকূলতার মধ্যেও তারা ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছে।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও বিএনপি–জামায়াতের প্রভাব রয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরিতে প্রশাসনে পরিবর্তন আনা। তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বদলি করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’