জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’ গঠনের ঘোষণা আসছে। আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হবে।
উদ্যোক্তাদের মধ্যে থাকছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।
উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, ‘জনযাত্রা’ মূলত গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারায় কাজ করবে। নির্বাচনের আগে এটি প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় থাকবে, নাগরিক সংগঠন গড়ে তুলবে, নীতি সংলাপ করবে এবং সামাজিক আন্দোলনে অংশ নেবে। পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই নতুন রাজনৈতিক উদ্যোগের প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সভা ও সমাবেশের মাধ্যমে প্ল্যাটফর্মটি সাজানো হচ্ছে। প্রাথমিকভাবে অনেকেই পরিচয় প্রকাশ না করেই বা ছদ্মনাম ব্যবহার করে কাজ করবেন। বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রনেতা, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরাও যুক্ত আছেন।
এদিকে, এনসিপি ও জামায়াতে ইসলামী জোটের ঘোষণার পর অন্তত ১৬ কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে নতুন প্ল্যাটফর্মে যোগদানের আলোচনা চলছে। পদত্যাগী নেতাদের একজন মুশফিক উস সালেহীন জানিয়েছেন, তিনি এখনও কোনো দলে যোগদানের সিদ্ধান্ত নেননি।
অনিক রায় বলেছেন, ব্যক্তি উদ্যোগে আন্দোলন করা মানুষ, ছাত্রসংগঠনের নেতা ও অন্যান্য পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনা করে ‘জনযাত্রা’ সাজানো হচ্ছে। শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা হবে, পরে আরও অনেকেই এতে যুক্ত হবেন। জুলাই আন্দোলনের সমন্বয়ক ও নির্বাচিত ছাত্র সংসদের নেতারা এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
‘জনযাত্রা’ আশা করছে, তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিসরকে ভিন্ন ধারার ও বিকল্প রাজনৈতিক চর্চার জন্য নতুন পথ দেখানো সম্ভব হবে।