মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতিবিরোধী কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে সকাল ৯টা ৩৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস, সাবেক অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য দুর্নীতিমুক্ত সমাজ গঠন অত্যন্ত জরুরি। এ কাজে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও নাগরিক সবার সম্মিলিত উদ্যোগ দরকার বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা বাড়াতে পরিবার থেকে শুরু করে সব সামাজিক ক্ষেত্রেই দায়িত্বশীলতা বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।