রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

 

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। এরপর তিনি দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিনটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসেও মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *