২০২৪–২৫ অর্থবছরে ৮৬ প্রবাসী বাংলাদেশি এনআরবি সিআইপি নির্বাচিত

২০২৪–২৫ অর্থবছরে রেমিটেন্স পাঠিয়ে এবং ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে গত ১৪ ডিসেম্বর সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্বাচিতরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—

বাংলাদেশের শিল্পখাতে সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশি – ১ জন

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি – ৭৫ জন

বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি – ১০ জন

বাংলাদেশের শিল্পখাতে সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশি হিসেবে আমেরিকাপ্রবাসী সিলেটের কল্লোল আহমদ এই মর্যাদা পেয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি টানা ৯ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই ব্যবসা-বাণিজ্যে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বাংলাদেশে বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করছেন। তাঁর প্রতিষ্ঠান প্রিমিয়াম ফুডস ইউএসএ ইনকশাহজালাল ফুডস’ ব্র্যান্ডের মাধ্যমে মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্রের বাজারে সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য, তাঁর স্ত্রী মারুফা আহমেদও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়ে আসছেন।

সর্বাধিক রেমিটেন্স পাঠানো ৭৫ জন

বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি হিসেবে ৭৫ জনকে সিআইপি করা হয়েছে। তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, ওমান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, সুইডেনসহ বিভিন্ন দেশে কর্মরত।

বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ১০ জন

বিদেশে বাংলাদেশি পণ্য আমদানির মাধ্যমে দেশের রপ্তানি সম্প্রসারণে অবদান রাখায় ১০ জন অনাবাসী বাংলাদেশিকে এই ক্যাটাগরিতে সিআইপি মর্যাদা দেওয়া হয়েছে।

সিআইপি মর্যাদায় যেসব সুবিধা মিলবে

গেজেট অনুযায়ী নির্বাচিত এনআরবি সিআইপিরা পাবেন—

  • সরকার অনুমোদিত সিআইপি পরিচয়পত্র
  • পরিচয়পত্রের মেয়াদকালে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতি
  • নীতি নির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ
  • দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার
  • জাতীয় দিবস ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ
  • বিমান, রেল, সড়ক ও নৌযাত্রায় আসন সংরক্ষণে অগ্রাধিকার
  • সরকারি হাসপাতালে নিজের ও পরিবারের জন্য কেবিন সুবিধায় অগ্রাধিকার
  • বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীর সমান সুযোগ
  • বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-২ ‘চামেলী’ ব্যবহারের সুবিধা

পরিচয়পত্রের মেয়াদ শেষ হলে এক সপ্তাহের মধ্যে তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর সিআইপি সুবিধা দাবি করা যাবে না। প্রয়োজনে সরকার গেজেটের মাধ্যমে যে কোনো সময় সিআইপি মর্যাদা বাতিল করতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *