শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শুক্রবার (৯ই জানুয়ারী) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন—
“বাংলাদেশের গণতন্ত্রের মাতা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক ও আপসহীন নেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। এটি দেশের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি বলেন—“তিনি দেশের জন্য স্বামী-সন্তান-বাড়ি হারিয়েছেন। পাঁচবার কারাবরণ করেছেন, চিকিৎসা থেকেও বঞ্চিত ছিলেন। তারপরও তিনি দেশের বাইরে যাননি। তিনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে তাঁর এক ইঞ্চি জমি নেই। এই দেশের মাটিই তাঁর জায়গা।” তিনি আরও যোগ করেন—“গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তিনি। কিন্তু গণতন্ত্র ফিরে আসা দেখে যেতে পারলেন না। আমরা তাঁর জান্নাত কামনা করি।”
ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন—
“আমাদের গণতন্ত্রের মা নিজ হাতে ২০১২ সালে ইউট্যাব অনুমোদন দিয়েছিলেন। তখনই শুরু হয় সংগঠনের যাত্রা। শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি শিক্ষক সংগঠনের প্রয়োজন ছিল—এটা তিনি বুঝেছিলেন।” তিনি আরও বলেন—“গুরুত্বপূর্ণ আন্দোলনে ইউট্যাব ম্যাডামের পাশে ছিল। তাঁর ত্যাগের ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। সামনে নির্বাচন—আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পাক।”
অনুষ্ঠানে ইউট্যাবের কোষাধ্যক্ষসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।