ইরানে বিক্ষোভ পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ 

 

ইরানজুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (১২ই জানুয়ারী) তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

আরাগচি জানান, গত সপ্তাহান্তে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর অভিযোগ—দেশব্যাপী বিক্ষোভকে পরিকল্পিতভাবে ‘রক্তাক্ত ও সহিংস’ করা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের অজুহাত পান।

বৈঠকে আরাগচি বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি।” তিনি জানান, সারা দেশে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করার কাজ চলছে। বিশেষ করে দূতাবাস ও সরকারি দপ্তরগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ ফেরানো হবে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাম উল্লেখ না করে ট্রাম্পকে ইতিহাসের বিভিন্ন অহংকারী স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, ফেরাউন, নমরুদ ও রেজা শাহর মতো শাসকরাও ক্ষমতার চূড়ায় থাকা অবস্থাতেই পতনের মুখ দেখেছেন। তাঁর মতে, ট্রাম্পের পরিণতিও এমনই হবে।

সূত্র: আল–জাজিরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *