কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামে জাল টাকাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় মুদি দোকানী আসাদুল হক। ঘটনা ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে।
দোকানী আসাদুল হক জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তাঁর দোকান থেকে সিগারেট কেনেন এবং ১০০ টাকার দুটি নোট দেন। নোট দুটি দেখে তাঁর সন্দেহ হয়। পরে দোকানে থাকা একাধিক স্থানীয় ব্যক্তি নোটগুলো পরীক্ষা করে জাল বলে নিশ্চিত করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার কাচারিপাড়া গ্রামের হারুনর রশীদের ছেলে সাজ্জাদ হোসেন সাকিল এবং সাকিলের ছেলে নাঈম ইসলাম। পুলিশের উপস্থিতিতে তাদের কাছ থেকে ১০০ টাকার মোট ২৭টি নকল নোট উদ্ধার করা হয়। নাঈম ও সাকিল স্বীকার করেন, জাল নোটগুলো তারা পাবনা জেলা থেকে সংগ্রহ করে এনেছেন।
এ ঘটনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”